মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব আবদুল্লাহ পেশকারের প্রথম পুত্র, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিবের প্রথম মৃত্যু বার্ষিকী বুধবার (৫ ফেব্রুয়ারী)।

মোহাম্মদ হাবিব উল্লাহ’র প্রথম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে বুধবার দিনব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার জমি দাতা সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ’র স্মরণে বুধবার সকাল ৮ টায় মাদরাসা ভবনে খতমে কোরআন, সকাল ৯ টায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানমালায় অংশ নেওয়ার জন্য হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোছাইন ও প্রধান শিক্ষক মোজাম্মেল হক সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

এছাড়া, মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব’র কক্সবাজার শহরের মধ্য টেকপাড়াস্থ বাসভবন ‘কুসুম নিলয়’ এ খতমে কোরআন, মরহুমের কবর জেয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ২০২৪ সালের (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২ দিন পর ৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর বিশাল নামাজে জানাজা শেষে শহরের টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পিতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার ও মাতা জেবুন্নাহার বেগমের কবরের পাশে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব-কে চিরনিদ্রায় শায়িত করা হয়।

মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ঐতিহ্যবাহী মধ্যম টেকপাড়া সমাজ কমিটির সর্দার ছিলেন, কক্সবাজার জেলা ফুটবল টিমের কৃতি ফুটবলার, টেকপাড়া সোসাইটির উপদেষ্টা, হজরত মায়মুনা (রা:) মাদরাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ এতিমখানার জমিদাতা সদস্য ও পরিচালনা কমিটির নির্বাহী সদস্য, সদর উপজেলা সোনালী অতীত ফুটবল টিমের সদস্য, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ এর উপদেষ্টা সহ কক্সবাজারের বিভিন্ন শিক্ষা, সামাজিক, ধর্মীয়, ক্রীড়া সহ কল্যানকর আরো অনেক প্রতিষ্ঠানের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।

৩ ভাই, ৩ বোনের মধ্যে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ছিলেন তৃতীয়। তাঁরা হলেন, হাসিনা মমতাজ জোসনা, সেলিনা আকতার, মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব, কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আমান উল্লাহ আমান, ইউনিয়ন ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক মোহাম্মদ জাহেদ উল্লাহ ও তছলিমা আকতার।

মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব’র স্ত্রী, এক পুত্র, এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রয়েছে। একমাত্র কন্যা ফাবিহা হাবিব তিলকা বিবাহিত ও এলএলবি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এবং জামাতা মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন বাংলাদেশ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা। একমাত্র পুত্র আবদুল্লাহ আল সাদ তম্ময় কক্সবাজার সরকারি কলেজে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত। সহধর্মিণী সৈয়দা রেহেনা বেগম বেলী কক্সবাজার শহরের আইবিপি রোডস্থ মরহুম সৈয়দ মোজাফফর সওদাগর এর কন্যা এবং সাবেক এজিপি অ্যাডভোকেট সৈয়দ রাশেদ উদ্দিন, চট্টগ্রামস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটির অধ্যাপক সৈয়দ জসিম উদ্দিন এর ছোট বোন।