আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে অপহরণ ও ডাকাতি চক্রের মূলহোতা এবং দুর্ধর্ষ অপরাধী তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ন) পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ ১৬ ব্যাটালিয়ন এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে তোহা তার বসতবাড়িতে অবস্থান করছে। এরপর এপিবিএনের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তোহা ২৭ নম্বর জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২ নম্বর আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে।

জাদিমুড়া শালবাগান ক্যাম্পের এক রোহিঙ্গা নেতা, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান, তোহা একজন দুর্ধর্ষ ডাকাত এবং অপহরণ চক্রের মূলহোতা। হত্যা, ডাকাতি এবং মাদকসহ তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তোহার গ্রেপ্তারের খবর ক্যাম্পের বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। এপিবিএন পুলিশের এই অভিযানের জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, শালবাগান ক্যাম্পে তোহার মতো আরও বড় বড় সন্ত্রাসী গ্রুপ রয়েছে। তাদের আইনের আওতায় আনতে জোর দাবি জানান তিনি।