আব্দুস সালাম, টেকনাফ ;
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চারটি পৃথক অভিযানে ৫২ হাজার ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭৯ ভরি ৪.৩ রতি স্বর্ণালংকার, নগদ টাকা এবং দুটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। অভিযানে পাঁচজন রোহিঙ্গাসহ সাতজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- ১. নুরুল বশর (২৪), পিতা: আলী আকবর, গ্রাম: কেরেঙ্গাঘোনা, হোয়াইক্যং ইউপি। ২. শাহাব উদ্দিন (৩৫), পিতা: আমির হোসাইন, গ্রাম: নাটমুরা, হ্নীলা ইউপি। ৩. মোছা. খালেদা (৪৫), পিতা: শফিক আহমদ, গ্রাম: শইয়েজা পাড়া, মিয়ানমার। ৪. মোছা. মারুয়া (১৬), পিতা: মো. ইয়াসিন, গ্রাম: শইয়েজা পাড়া, মিয়ানমার। ৫. আনোয়ার শাহ (১৮), পিতা: উচুং যোহা, ব্লক-৩, কুতুপালং ৭ নম্বর ক্যাম্প। ৬. মোহাম্মদ শরিফ (১৮), পিতা: দ্বীন মোহাম্মদ, ব্লক-এ/২, কুতুপালং ক্যাম্প। ৭. মো. হাসিম (২০), পিতা: ফকির আহম্মদ, ব্লক-এ/২, কুতুপালং ক্যাম্প।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে হোয়াইক্যং বিওপি’র টহল দল কেরেঙ্গাঘোনা এলাকায় অভিযান চালায়। নাফ নদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসা এক ব্যক্তিকে ধাওয়া করে আটক করা হয়। তার কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই দিন সকালে হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশির সময় হ্নীলা থেকে কুতুপালংগামী একটি সিএনজির যাত্রীকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়। তল্লাশিতে তার শরীরে লুকানো ২ হাজার ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কে. কে. পাড়ায় অভিযান চালিয়ে মিয়ানমারের দুই নারীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ১৭৯ ভরি ৪.৩ রতি স্বর্ণালংকার ও নগদ ৪ লাখ ৪ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়।
একই দিন বিকালে উনচিপ্রাং থেকে কুতুপালংগামী একটি সিএনজি তল্লাশিতে দুইজনের কোমরে লুকানো দুটি বিদেশি পিস্তল এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
লে. কর্নেল আশিকুর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্র, ইয়াবা, স্বর্ণালংকার এবং নগদ টাকাসহ আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
