সিবিএন ডেস্ক

দিন দিন সৌন্দর্য হারাচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত। অপরিচ্ছন্ন পরিবেশ ও ভ্রাম্যমাণ হকারদের দৌরাত্ম্যে পর্যটকরা হচ্ছেন অতিষ্ঠ। তদারকি ঘাটতি ও অব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ, তবে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না।

সরেজমিনে দেখা গেছে, সৈকতের ভেতরে যত্রতত্র হকারদের দোকানপাট এবং খাবারের উচ্ছিষ্টে নষ্ট হচ্ছে পরিবেশ। লাবনী থেকে কলাতলী পর্যন্ত ২ কিলোমিটার সৈকতে পর্যটকদের ভিড় সত্ত্বেও প্রশাসনিক নজরদারি নেই। পর্যটকরা বলছেন, এমন বিশৃঙ্খলা ও নোংরা পরিবেশ থাকলে ভবিষ্যতে পর্যটকের সংখ্যা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহাম্মদ সালাহউদ্দিন জানিয়েছেন, সৈকতের বর্তমান পরিস্থিতি একটি বড় সমস্যা। হকারদের নিয়ন্ত্রণে অভিযান চালানো হলেও তা কার্যকরভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না।