সংবাদ বিজ্ঞপ্তি:
আগামী ১ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের বার্ষিক ভোজন মেলা বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফোরামের সেক্রেটারি ও প্রোগ্রাম কোঅর্ডিনেটর রফিকুল মোস্তফার সভাপতিত্বে ২৩ জানুয়ারীর সভায় ফোরামের সিনিয়র উপদেষ্টা এডভোকেট মাহবুবুর রহমান, উপদেষ্টা অধ্যাপক গিয়াসউদ্দিন চৌধুরী, এনজিও কর্মকর্তা জাহাঙ্গীর আলম, আবু মোহাম্মদ ছিদ্দিক ফাহাদ, মাষ্টার মোঃ আলম, মাষ্টার কুতুব উদ্দিন, মাওলানা আব্দুল মজিদ, আব্দুর রহমান হাশেমী, ব্যবসায়ী নূরুল আমিন ও হেলাল উদ্দিন প্রমুখ গুরুত্বপূর্ণ মতামত পেশ করেন।
ফোরামের কোষাধ্যক্ষ ও আহ্বায়ক আলী আহমদের সঞ্চালনায় চূড়ান্ত মতবিনিময় সভায় উপস্থিত সকলের সম্মতিতে আগামী ১ ফেব্রুয়ারী শনিবার, সকাল ১০টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত ” বার্ষিক ভোজন মেলা -২০২৫” কক্সবাজারস্থ নৈস্বর্গিক সৌন্দর্য্যের প্রাণ কেন্দ্র কলাতলী ডিভাইন ইকো রিসোর্টে আয়োজনের সিদ্ধান্ত হয়।
এতে অধিকাংশ সদস্যই নির্ধারিত ১০০০/-(এক হাজার টাকায়) রেজিস্ট্রেশন ফরম পূরণ সম্পন্ন করেন।
সভার শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সিরাজুল হক।
পরিশেষে কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের সহ-সভাপতি মরহুম অ্যাডভোকেট মোক্তার আহমদের রূহের মাগফিরাত ও দোয়া কামনার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
রেজিস্ট্রেশন করতে যোগাযোগ:
বিকাশ:
01707-547111,
01612366885,
01811256641
নগদ নং:
01833271427
রেজিস্ট্রেশনের শেষ সময়:
৩০ জানুয়ারী ২০২৫