“কক্সবাজারে জামায়াত নেতা কর্তৃক যৌতুকের দাবিতে পুত্রবধুকে মারধরে থানায় অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন পৌরসভার বৈদ্যঘোনা খাঁজা মঞ্জিল এলাকার বাসিন্দা হাজি শফিউল্লাহ কুতুবী।
সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকার দাবি করে তিনি বলেন, আমার ছেলে তৌহিদুল আলম ও তার স্ত্রী ফৌজিয়া আক্তারের মধ্যে বেশ কিছুদিন যাবত পারিবারিক মনোমালিন্য চলছে। রি ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারি সকালে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল। ওই সময় তাদেরকে নিবৃত্ত করতে যাওয়ার কারণে আমার বিরুদ্ধে এমন মিথ্যাচার করা হচ্ছে। এখানে মারধর কিংবা নির্যাতনে কোন ঘটনা ঘটে নি। ক্ষমতার দাপট কিংবা যৌতুকের টাকা দাবি সম্পূর্ণ মিথ্যা।
পারিবারিক মনোমালিন্যের বিষয়টি সামাজিকভাবে টেনে নিয়ে উদ্ভট ও বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন না করার আহ্বান জানিয়েছেন শফিউল্লাহ কুতুবী।
ফৌজিয়ার মা শাহনাজ বেগমের বানোয়াট কথারও প্রতিবাদ জানান তিনি।
