আব্দুস সালাম, টেকনাফ;

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা, গাঁজা, একটি সাম্পান নৌকা এবং পাচারকাজে জড়িত ৬ জনকে আটক করেছে।

আটককৃতদের পরিচয়: মো. ফয়সাল (২০), পিতা: নুর হবি, মিঠাপানিরছড়া, মো. আরমান (২০), পিতা: আব্দুর রহিম, মিঠাপানিরছড়া, জসিম উদ্দিন (২১), পিতা: ওয়াস করনী, লেঙ্গুরবিল, মো. বুখার উদ্দিন (৩০), পিতা: আব্দুল মুন্নাফ, মিঠাপানিরছড়া, মো. শফিক উদ্দিন (২০), পিতা: জহির আহম্মদ, মিঠাপানিরছড়া, মো. কামাল হোসেন (৫৫), পিতা: আব্দুর সাত্তার, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, নাফ নদীর মোহনা হয়ে সাগর পথে মাদক ও মানব পাচার বেড়ে যাওয়ায় বিশেষ নজরদারি চালানো হচ্ছিল। বুধবার (১৫ জানুয়ারি) বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মায়ানমার থেকে আসা একটি ইঞ্জিনচালিত নৌকাকে শনাক্ত করা হয়।

বিজিবির লে. কমান্ডার মো. সাদিক রাফির নেতৃত্বে একটি বিশেষ দল গভীর সাগরে ফ্যান্টম জলযানে অভিযান চালায়। নৌকাটি ধাওয়া করে আটক করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য: ২ কেজি ১৩০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, কিছু গাঁজা।

জব্দকৃত সামগ্রী: ৪টি মোবাইল ফোন, ইঞ্জিনচালিত সাম্পান নৌকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা টাকার বিনিময়ে নিয়মিত মাদক ও পণ্য চোরাচালানে জড়িত। তারা মায়ানমার থেকে মাদক এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো।

আটককৃত আসামি, মাদক, নৌকা ও মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।