সিবিএন ডেস্ক:
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাও নাপিতখালী সাইনবোর্ড এলাকায় মঙ্গলবার রাত ১২:৩০ মিনিটে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আরমান (২৮) নিহত হয়েছেন। তিনি চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের গর্জনতলী গ্রামের বাসিন্দা এবং লিয়াকত আলী মিস্ত্রির ছেলে বলে জানা গেছে।

দুর্ঘটনা সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরমান ওই এলাকার আবদুল্লাহ আল মুরাদের ছোট ভাই। তাদের মোটরসাইকেলটি টি আর ট্রাভেলস বাসের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই আরমানের মৃত্যু ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা শোকাহত। স্থানীয় প্রশাসন এবং পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে। সড়ক দুর্ঘটনার এই করুণ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয়রা মহাসড়কে যানবাহন চালকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।