টেকনাফ প্রতিনিধি;

কক্সবাজারের টেকনাফের হ্নীলা জাদিমুড়া এলাকায় বন বিভাগের কাজ করার সময় ৩ বন কর্মীসহ ১৯ শ্রমিকের উদ্ধারের আগেই আরও ৭ জন অপহরণের ঘটনা ঘটেছে। নতুন করে অপহৃতদের মধ্যে একজন সিএনজি চালক, একজন অটোরিকশা চালক এবং বাকিরা যাত্রী।

মঙ্গলবার সকালে হোয়াইক্যং থেকে বাহারছড়া শামলাপুর বাজারে যাওয়ার পথে পাহাড়ি ঢালে অপহরণ চক্রের সদস্যরা তাদের তুলে নিয়ে যায়।

হ্নীলা সিএনজি কমিটির সাধারণ সম্পাদক রফিক জানান, “হোয়াইক্যং থেকে বাহারছড়ায় যাওয়ার পথে ৭ জন অপহরণ হয়েছে। এর মধ্যে একজন সিএনজি চালক ও একজন অটোরিকশা চালক রয়েছেন। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

অপহৃতদের উদ্ধারে র্যাব-১৫, টেকনাফ থানা পুলিশ এবং বনবিভাগের শতাধিক সদস্য পৃথক টিমে পাহাড়ে অভিযান চালাচ্ছেন।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, “অপহৃতদের উদ্ধারে আমাদের একাধিক টিম পাহাড়সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।” শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।