আব্দুস সালাম, টেকনাফ ;

মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু শহর ঘিরে অব্যাহত রয়েছে একের পর এক বিস্ফোরণ। এসব বিকট শব্দে কাঁপছে কক্সবাজারের টেকনাফ সীমান্ত। বিশেষত টেকনাফ পৌরসভার সদর, সাবরাং ও শাহপরীর দ্বীপ এলাকার বাসিন্দারা বিস্ফোরণের কারণে আতঙ্কে ঘুমহীন রাত কাটাচ্ছেন।

শনিবার ভোর ৪টা থেকে দুপুর ১১টা পর্যন্ত বিস্ফোরণের শব্দে থমকে যায় টেকনাফের পরিবেশ। সীমান্তবাসীর ভাষ্য অনুযায়ী, মংডু শহর দখল নিতে আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে মিয়ানমারের সরকারি বাহিনী বিমান থেকে বোমা বর্ষণ করছে। মংডুর আকাশে যুদ্ধবিমানের চক্করও দেখা গেছে।

সীমান্ত এলাকাবাসীর তথ্য মতে, মংডুর দক্ষিণে উকিলপাড়া, ফয়েজীপাড়া, সিকদারপাড়া, হারিপাড়া ও ফাতংজা গ্রামগুলোতে তীব্র লড়াই চলছে। প্রায় এক বছর ধরে চলা এই যুদ্ধে আরাকান আর্মি রাখাইন রাজ্যের অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। সরকারি বাহিনী বিমান হামলার পাশাপাশি রোহিঙ্গাদের কিছু সশস্ত্র গোষ্ঠীর সহায়তায় আরাকান আর্মির বিরুদ্ধে লড়াই করছে।

সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, “মংডুর দক্ষিণ পাশে গ্রামগুলো থেকে বিস্ফোরণের শব্দ আসছে। মটারশেল, শক্তিশালী গ্রেনেড ও বোমার শব্দে এপারের বাড়িঘর কেঁপে উঠছে। আমাদের সীমান্তের মানুষ শান্তিতে ঘুমাতেও পারছেন না।”

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে। বিজিবির পাশাপাশি কোস্টগার্ডও নিরলসভাবে দায়িত্ব পালন করছে।

এই অবস্থায় সীমান্ত এলাকায় বসবাসরত মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে এবং তারা শান্তিপূর্ণ পরিবেশের প্রত্যাশা করছেন।