নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি আর থামবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে। আমরা শিগগিরই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করব।”

অন্তর্বর্তী সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস জানান, নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতোমধ্যেই নেওয়া শুরু হয়েছে। কয়েক দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে, যা ভোটার তালিকা হালনাগাদসহ অবাধ নির্বাচনের সঙ্গে সম্পর্কিত কার্যক্রম শুরু করবে। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালুর জন্যও কাজ চলছে।

ড. ইউনূস বলেন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার অন্তর্বর্তী সরকারের অন্যতম অঙ্গীকার। তিনি জনগণকে নির্বাচন এবং অন্যান্য ক্ষেত্রে সংস্কারের বিষয়ে মতামত দিতে আহ্বান জানান। তিনি বলেন, “সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদি জীবনীশক্তি। নির্বাচনসহ প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করেই আমরা কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব।”

তিনি আরও বলেন, এমন একটি নির্বাচন ব্যবস্থা তৈরি করতে হবে, যা দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকট মোকাবিলা করবে। এজন্য প্রয়োজনীয় সময় চেয়ে তিনি দেশবাসীর ধৈর্য ধরার অনুরোধ করেন।

ড. ইউনূস বলেন, “নির্বাচনের ট্রেন যাত্রা শুরু হয়েছে, তবে এটি সফলভাবে শেষ করতে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য প্রয়োজন।” তিনি আরও জানান, অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে আলোচনা চলবে এবং প্রয়োজন হলে নির্বাচনের আগে বা চলাকালীনও কিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হতে পারে।

প্রধান উপদেষ্টা বলেন, “সংস্কারের জন্য নির্বাচনের তারিখ কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে, তবে আমরা চাই সংকটহীন একটি কার্যকরী নির্বাচন ব্যবস্থা নিশ্চিত করতে।”