সংবাদ বিজ্ঞপ্তি
বিএনপির মৎস্যবিষয়ক সম্পাদক সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের ছোট ভাই নিরিবিলি গ্রুপের পরিচালক মুর্শেদুর রহমান তুহিন ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)। সোমবার (৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে কক্সবাজার ফুয়াদ আল খতিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তুহিন চার ভাইয়ের মধ্যে সবার কনিষ্ঠ। তিনি দুই মেয়ে সন্তানের জনক। মঙ্গলবার (৮ অক্টোবর) বাদে জোহর কক্সবাজার নিরিবিলি মাঠে প্রথম নামাজে জানাজা, আসরের নামাজের পর গ্রামের বাড়ি পোকখালীর পূর্ব গোমাতলীতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বৃহত্তর টেকপাড়া জনকল্যাণ সমাজ কমিটির সভাপতি জয়নাল আবেদীন সওদাগর, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ রফিক, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল জব্বার জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল কাদের নবাব, সাংগঠনিক সম্পাদক আসিফুল করিম, অর্থ সম্পাদক করিম উল্লাহ, কার্যনির্বাহী সদস্য আবদুল্লাহ আল ফারুক ডালিম, এম.এ আজিজ রাসেল ও আবদুর রহমান সোহেল।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।
