মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদা রহমান (৫৩) আর নেই। বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
মরহুমার স্বামী অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, অ্যাডভোকেট ওয়াহিদা রহমান গত ২৭ জুলাই ব্রেন স্ট্রোক করলে তাঁকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে রেখে চিকিৎসা সেবা দেওয়া হয়। গত ৩০ জুলাই অ্যাডভোকেট ওয়াহিদা রহমান এর স্বাস্থ্যের আরো অবনতি হলে তাঁকে চট্টগ্রাম রেফার করা হয়। কিন্তু চট্টগ্রাম নেওয়ার মতো তাঁর শারীরিক অবস্থা না থাকায় তাঁকে ৩০ জুলাই রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালের সিসিইউ-তে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বুধবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে অ্যাডভোকেট ওয়াহিদা রহমান নাফেরার দেশে চলে যান। অ্যাডভোকেট ওয়াহিদা রহমান ২০১০ সালের ১৫ ডিসেম্বর কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নবীন আইনজীবী হিসাবে যোগদান করেন।
অ্যাডভোকেট ওয়াহিদা রহমান কক্সবাজার শহরের প্রধান সড়কের অগ্রণী ব্যাংক এর পূর্ব পাশে এম. রহমান সিটি সেন্টার এর মরহুম মফিজুর রহমান কন্ট্রাকটর ও মনোয়ারা বেগম এর কন্যা এবং উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিনেমার অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক এর সহধর্মিণী। অ্যাডভোকেট ওয়াহিদা রহমান মৃত্যুকালে স্বামী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।
বুধবার (৩১ জুলাই) মাগরিবের নামাজের পর কক্সবাজার শহরে মরহুমা অ্যাডভোকেট ওয়াহিদা রহমান এর প্রথম নামাজে জানাজা এবং একইদিন এশারের নামাজের পর উখিয়ার রাজাপালং মাদ্রাসা মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে মরহুমাকে রাজাপালং মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমার স্বামী অ্যাডভোকেট আবু বক্কর ছিদ্দিক জানিয়েছেন।
শোক :
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট ওয়াহিদা রহমান এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাওহীদুল আনোয়ার গভীর শোক প্রকাশ করেছেন।
আইনজীবী ২০১০ ব্যাচ :
বাংলাদেশ বার কাউন্সিলের ২০১০ ব্যাচ এর আইনজীবী অ্যাডভোকেট ওয়াহিদা রহমান এর মৃত্যুতে আইনজীবী ২০১০ ব্যাচ এসোসিয়েশন এর আহবায়ক অ্যাডভোকেট সেতারাত জাহান সেতু ও সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ জিয়া উদ্দীন গভীর শোক প্রকাশ করেছেন। আইনজীবী ব্যাচ ২০১০ এসোসিয়েশনের নেতৃদ্বয় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
