মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
একটি হত্যা মামলায় ৩ জন আসামীকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদন্ড, একইসাথে প্রত্যককে ২০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। একই মামলায় অপর ৩ জন আসামীকে ১০ বছর করে সশ্রম কারাদন্ড, একইসাথে প্রত্যককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন। একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্র পক্ষে একই আদালতের এপিপি দীলিপ কুমার ধর মামলাটি পরিচালনা করেন।
ফৌজদারী দন্ড বিধির ৩০৪ (১ম অংশ) ধারা অনুযায়ী দোষী সাব্যস্থ করে যাবজ্জীবন (৩০ বছর) কারাদন্ডে দন্ডিত ৩ জন আসামী হলো-আবদুস শুক্কুর, মৌঃ মোঃ ওসমান ও আবু তাহের। একই আসামীদের ফৌজদারী দন্ড বিধির ৩২৩ ধারা অনুযায়ী দোষী সাব্যস্থ করে আরো ১ বছর করে সশ্রম কারাদন্ড, একইসাথে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
একই মামলায় অপর ৩ জন আসামী, যথাক্রমে আবু সৈয়দ, হেলাল উদ্দিন ও রেজাউল করিমকে ফৌজদারী দন্ড বিধির ৩০৪ ধারা অনুযায়ী দোষী সাব্যস্থ করে ১০ বছর করে সশ্রম কারাদন্ড, একইসাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড, অর্থদন্ড অনাদায়ে আরো ৬ মাস করে সশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ডিত সকল আসামীর উভয় সাজা একত্রে চলবে বলে রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনাকারী এপিপি অ্যাডভোকেট দীলিপ কুমার ধর রায়ের উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন। দন্ডিত আসামীরা সকলে পলাতক রয়েছে।
এই মামলায় অপর ৩ আসামী যথাক্রমে মোঃ সোনা মিয়া, মোঃ সেলিম উদ্দিন ও বেলাল উদ্দিনকে বেকসুর খালাস প্রদান করা হয়। এছাড়া, একই মামলার ৩ আাসামী যথাক্রমে হাজেরা খাতুন, মাহফুজা বেগম ও বশির আহমদ মৃত্যুবরণ করায় রায়ে তাদেরকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়েছে।
মামলার সংক্ষিপ্ত বিবরণ :
২০১৩ সালের ৭ জুলাই সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পালাকাটা এলাকার জমি জমার বিরোধকে কেন্দ্র করে একদল দুষ্কৃতকারী আবদুস সালামের বসত ভিটায় হামলা করে আবদুস সালামের পুত্র জিয়াউর রহমানকে হত্যা করে। এ ঘটনায় নিহতের পিতা আবদুস সালাম বাদী হয়ে চকরিয়া থানায় ১২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করে। যার চকরিয়া থানা মামলা নম্বর : ১৩, তারিখ-০৯/০৭/২০১৩ ইংরেজি। জিআর মামলা নম্বর : ২৯৫/২০১৩ ইংরেজি (চকরিয়া)। এসটি মামলা নম্বর : ৫৩৮/২০১৭ ইংরেজি।
বিচার ও রায় :
মামলাটি ২০১৮ সালের ১৩ ফেব্রুয়ারী চার্জ (অভিযোগ) গঠন করে মামলাটির বিচারকার্য শুরু করা হয়। মামলায় ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ, আসামীদের পক্ষে তাদের জেরা, নিহতের সুরতহাল ও ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনা, আলামত প্রদর্শন, আসামীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ, যুক্তিতর্ক সহ বিচারের সকল প্রক্রিয়া সম্পন্ন করে মামলাটি রায়ের জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। রায় ঘোষণার দিনে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ ৩ জন আসামীকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদন্ড সহ ৬ আসামীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এছাড়া, রায়ে অপর ৩ আসামীকে বেকসুর খালাস প্রদান করা হয়। মামলার অন্য ৩ আাসামী মৃত্যুবরণ করায় রায়ে তাদেরকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়।
