ইমাম খাইর, সিবিএনঃ
কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে আবারো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন শেখ হাসিনার আশিক (আশেক উল্লাহ রফিক)।
নৌকা প্রতীকে তার প্রাপ্ত ভোট ৬২৯৮০।
নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মোহাম্মদ শরীফ বাদশা নোঙ্গর প্রতীকে পেয়েছেন ৩১৫৩৮ ভোট।
এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) এর মাহাবুবুল আলম (আম) ১১৬, বাংলাদেশ সুপ্রিম পার্টির মোহাম্মদ খায়রুল আমিন (একতারা) ১১৭, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ জিয়াউর রহমান (চেয়ার) ১৬১, ইসলামি ঐক্যজোটের মুহাম্মদ ইউনুস (মিনার) পেয়েছেন ২৩৯ ভোট। এই আসনে মোট ভোটার সংখ্যা ২৫২৬০৪। ভোটকেন্দ্র ৮১টি। ভোট পড়েছে ৯৬২২৬। যার শতকরা হার ৩৮.০১।
ভোট গণনা শেষে বেসরকারিভাবে প্রাথমিক এই ফলাফল ঘোষণা করেছেন সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা।
শেখ হাসিনার ‘আশিক’ আবারো এমপি নির্বাচিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
