বার্তা পরিবেশক:
কক্সবাজার জেলার অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস সহকারী পরিচালক (প্রশাসন) মোঃ হাবিবুর রহমান। আজ সোমবার (২৩ অক্টোবর) বেলা ১২ টার দিকে তিনি বায়তুশ শরফ কমপ্লেক্সে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, বায়তুশ শরফ জব্বারিয়া স্কুল এন্ড কলেজ ভবন, মাঠ সহ সার্বিক দিক ঘুরে দেখেন। এসময় সাথে ছিলেন যথাক্রমে জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, বিশিষ্ট শিক্ষাবিদ বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ছৈয়দ করিম, জেলা তাঁতী লীগের সভাপতি ও বায়তুশ শরফ কমপ্লেক্সের সহসভাপতি আরিফুল মওলা, বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মোঃ তৈয়ব (দিবা শাখা), সহকারী প্রধান শিক্ষক মোঃ আবদুল মালেক কুতুবী (প্রাতঃ শাখা), উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতির কার্যকরী পরিষদ সদস্য মোঃ তৈয়ব ও সাংবাদিক মহসীন শেখ প্রমূখ।
পরিদর্শন শেষে অতিথিরা বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি স্কুল এন্ড কলেজের ভবণ, মাঠ ও সার্বিক দিক দেখে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনায় নানা দিকনির্দেশনা প্রদান করেন।
