শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :

“বৃক্ষরোপন করি, সবুজ বাংলাদেশ গড়ি, উপকূল জুড়ে সবুজ বেষ্টনি গড়ার প্রত্যয়ে কক্সবাজারের কুতুবদিয়ায় মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১অক্টোবর) সকাল ১০ টায় কুতুবদিয়া উপজেলা চত্বরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াটারকিপার্স বাংলাদেশ, ব্লু প্লানেট ইনিশিয়েটিভ (বি পি আই) ও কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের যৌথ উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা।

এ সময়, আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোছাইন, দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ ,উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, ওয়াটারকিপার্স বাংলাদেশ এর কুতুবদিয়া প্রতিনিধি এবং কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম, শহীদুল ইসলাম, সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক শাহেদুল ইসলাম মনিরসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী দ্বীপের বিভিন্ন এলাকায় এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপন করা হবে বলে জানান কুতুবদিয়া দ্বীপ সুরক্ষা আন্দোলনের সভাপতি এম, শহীদুল ইসলাম।