সোয়েব সাঈদ, রামু:
রামুতে চাঁদার দাবিতে নির্মাণাধীন একটি বসত ঘর রাতের আঁধারে ভেঙ্গে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মনিরঝিল পূর্ব পাহাড় পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বাড়িটির মালিক একই এলাকার মৃত মো. আইয়ুবের ছেলে কৃষক মোকতার আহমদ।
মোকতার আহমদ জানান, তার বসত বাড়িটি সাম্প্রতিক সময়ে বাঁকখালী নদীর তীব্র ভাঙ্গনে বিলীন হয়ে যায়। নিরুপায় হয়ে তিনি পৈত্রিকসূত্রে পাওয়া জমিতে নতুন কাঠের ঘর নির্মাণ শুরু করেন। ঘরের কাজও প্রায় শেষ পর্যায়ে। বাকী ছিলো শুধু টিনের ছাউনি। কিন্তু এলাকার চিহ্নিত কয়েকজন চাঁদাবাজ গত শুক্রবার(৬ অক্টোবর) রাত তিনটার দিকে তার নির্মাণাধীন বাড়িটির সবগুলো কাঠের খুঁটি করাত দিয়ে কেটে দেয়। এতে পুরো বাড়িতে ধসে পড়লে এলাকার লোকজন এসে দেখতে পান এলাকার একটি সন্ত্রাসী চক্র বাড়িটি ভেঙ্গে দেয়ার পর দৌড়ে পালাচ্ছে। ঘরটি ভেঙ্গে দেয়ায় তার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
তিনি আরও জানান- সম্প্রতি বাড়িটির নির্মাণ কাজ শুরু করলে, স্থানীয় মৃত মো. হোছনের ছেলে আবদুল্লাহ, মৃত ছৈয়দ আহমদের ছেলে নুরুল হক, মৃত মো. হোছনের ছেলে আমির হোছন, আমির হামজা ও নবী হোছনের নেতৃত্বে একটি চক্র তার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা চেয়েছিলো। তিনি চাঁদা দিতে অপরাগতা জানালে চাঁদাবাজ চক্রটি তাকে দেখে নেয়ার হুমকি দেন। এরই জের ধরে রাতের আঁধারে তারা বাড়িটি ভেঙ্গে দিয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানিয়েছেন- মোকতার আহমদ বসত ঘরটি নির্মাণ করছিলেন। জমিটিও দীর্ঘদিন মোকতার আহমদের দখলে ছিলো। সম্প্রতি জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি তিনি সমাধানের উদ্যোগ নেবেন বলেও জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বাড়ি ভাংচুরে অভিযুক্ত আবদুল্লাহ জানান- জমিটি তাদের পৈত্রিক সম্পত্তি। মোকতার আহমদ তাদের কাছ থেকে জমিটি মৌখিকভাবে নিয়ে ঘেরাবেড়া দিয়েছিলেন। এখন জমিটি ফেরত না দিয়ে বাড়ি নির্মাণ শুরু করছেন। তাই তারা সেটি ভেঙ্গে দিয়েছেন।
