বার্তা পরিবেশক: আবারও রাতের অন্ধকারে কক্সবাজার সরকারি কলেজের জায়গা দখলের অভিযোগ পাওয়া গেছে।
কলেজ সূত্রে জানা যায় , গতকাল রাতে কক্সবাজার সরকারি কলেজের জায়গায় অবৈধ ঘর (টিন শেড) নির্মাণ করে বহিরাগত মহিলাদের দিয়ে দখল করে রাখে ভূমিগ্রাসী চক্র। তড়িৎ পদক্ষেপ হিসেবে কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সোলাইমান ঘটনা স্থলে উপস্থিত হয়ে দখলদারদের অবিলম্বে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য মৌখিক নির্দেশ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড: সুজিত কুমার দে,সম্পদ রক্ষণাবেক্ষণ কমিটির আহ্বায়ক  মফিদুল আলম, শিক্ষক পরিষদ সম্পাদক  মোহাম্মদ নাজিম উদ্দীন, কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ,কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রাজিবুল ইসলাম মোস্তাক সহ অন্যান্য ছাত্রনেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।

এছাড়াও আইনগত পদক্ষেপ নিতে জেলা প্রশাসক , পুলিশ সুপার  ও ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ ও সাধারণ ডায়েরি করা হয়।

রাতের অন্ধকারে কলেজের জায়গা দখল করায় সাধারণ শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা, কর্মচারী এবং সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসন তড়িৎ পদক্ষেপ না নিলে কলেজের শিক্ষার্থীদের সামলানো কঠিন হবে স্থানীয়রা আশংকা করেছেন।