কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দক্ষিণ ধূরুং ইউনিয়নে ছাগল চুরি করার ঘটনাকে কেন্দ্র করে উল্টো ছাগলের মালিকের ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের মুছা সিকদার পাড়ার মীর কাসেম ওরফে কসাই কাসেম ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় আবু তালেব বাদী হয়ে কসাই মীর কাশেমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে কুতুবদিয়া থানার একটি এজাহার দায়ের করেছেন। আহত শাহীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এজাহার সূত্রে জানা যায়, মীর কাসেম কসাই একটি ছাগল চুরি করে নিয়ে যায়, মালিকের ছেলে শাহীন চোরাই ছাগল অনেক খোঁজাখোঁজি করে ধূরুং বাজারের কয়েকজন কসাইকে ছাগল চুরির বিষয়টি জানিয়ে রাখলে চুরি যাওয়া ছাগলটি মীর কাসেম’র কাছে আছে বলে জানতে পারেন। এ খবর পেয়ে তার বাড়িতে গেলে সেখানে তাঁর ছাগলটি পান এবং মো: শাহীন ছাগলটি নিয়ে আসেন। আজ সাত অক্টোবর তাঁর বিরুদ্ধে ছাগল চুরির অপবাদ দিয়েছে উল্লেখ করে শাহীনকে লেমশীখালী এলাকায় তার শ্বাশুর বাড়ীতে যাওয়ার পথে দরবার রাস্তা হতে তুলে নিয়ে দক্ষিণ ধূরুং পেঁচার পাড়া আজম রোডের আমতলী নামক স্থানে নিয়ে গিয়ে মারধর করতে থাকে। এ সময় শাহীনকে বুকে ও মুখ ঘুষি মেরে গুরুতর জখম করে।
এ ঘটনার সময় পকেটে থাকা নগদ আঠারো হাজার টাকা ও ব্যবহারের একটি স্যামসাং এনড্রয়েড মোবাইল সেট নিয়ে যায়।

এ বিষয়ে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।