শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ প্রসঙ্গে,কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা মন্তব্য করে বলেন, আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর-২০২৩ পর্যন্ত মা ইলিশ ২২ দিন সাগরে মাছ ধরা বন্ধ থাকবে। সেই-সাথে সাগরে ইলিশ মাছ বৃদ্ধি পাবে। যদি আমরা এ ২২ দিনের নিষেধাজ্ঞা মেনে চলি পরবর্তী দিনগুলো সুন্দর কাটবে”কবি ভারত চন্দ্র রায় বলেছিলেন ,“আমার সন্তান যেন থাকে দুধে ভাতে“ কিন্তু, আমার উপজেলার সন্তান যেন থাকে মাছে-ভাতে।
কিছুদিনের মধ্যে জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণ করা হবে। সেই সাথে মা ইলিশ রক্ষার মৌসুমে প্রশাসন কঠোর অবস্থানে থাকবে। আমরা সবাই সচেতন হলে মা ইলিশ রক্ষা করা সম্ভব।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে
স্টেকহোল্ডারগণের সাথে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এতে, উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা, মোঃ নাজমুস সাকিবের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন,থানার তদন্ত ওসি কানন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম, দৈনিক যায়যায়দিন পত্রিকা প্রতিনিধি শাহেদুল ইসলাম মনির,দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি আবুল কাসেমসহ বিভিন্ন ইউনিয়নের বোটের মালিকরা বক্তব্য রাখেন।
এ সময়, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল আমিন বলেন, সারা দেশের ন্যায় কুতুবদিয়াতে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময়ও নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকার ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে। তবে নিষিদ্ধকালে মা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত থাকবে ।
এ সময় কোস্টগার্ড, মৎস্যজীবীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
