নুরুল আলম সাঈদ,নাইক্ষ্যংছড়ি:
কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বেলতলীতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার ( ২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনায় গুলিবিদ্ধ হয় ১ জন। আরো ২ জনকে হন্য হয়ে খুঁজছে অস্ত্রধারীরা।
গুলিবিদ্ধ যুবক স্থানীয় নবী সুলতানের ছেলে সাহাবুদ্দিন শাকিল ( ২৭। তাকে প্রথমে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে পরিস্থিতি অস্বাভাবিক হওয়ায় পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনরা।
এদিকে অস্ত্রধারীরা হন্য হয়ে খুঁজতেছে আনোয়ার হোসেন ও সোহেল নামের ২ জনকে। তাদের মধ্যে আনোয়ার হোসেন বাড়ি বেলতলী এবং তাহের মেস্বারের ছেলে সোহেলের বাড়ি কচ্ছপিয়া গ্রামে ।
আহত শাকিল জানায়, সে প্রতিদিনকার ন্যায় বেলতলী স্টেশনের পূর্বপাশে ছিলো। তখন বিকাল ৩ টা বাজেঁ। পশ্চিম দিক থেকে এলাকায় পরিচিত সন্ত্রাসী গ্রুপের নেতৃত্বে ৮/৯ টি মটর সাইকেল নিয়ে ১৬/১৭ জন যুবক স্বশস্ত্র অবস্থায় এসে তার উপর গুলি চালাতে থাকে। পরপর ৫ রাউন্ড গুলি বর্ষণ করলেও তার গায়ে লাগে ২ টি। এ সময় তাকে বেদড়ক মারধরের পর মৃত ভেবে ফেলে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয় এবং স্বজনরা তাকে উদ্বার করে।
অপর দিকে আনোয়ারের স্বজনদের দাবী,শাকিলকে ফেলে রেখে আনোয়ার হোসেনকে অপহরণের চেষ্টা করে ঐ দলটি। অবস্থা বেগতিক দেখে পাড়ার মেয়েরা এসে তাদের গতিরোধ করে আনোয়ারকে উদ্ধার করে। পরে সোহেলের খোঁজে কচ্ছপিয়া পার হয় অস্ত্রধারী।
এ বিষয়ে রামু থানাধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আইসি মো: সাইফুল ইসলাম বলেন,ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যান।
ঘটনায় জড়িত লোকজনকে খোঁজা হচ্ছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।