শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :

সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার- এ স্লোগানকে সামনে রেখে এই প্রথম সারাদেশের ন্যায় কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলার প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা ভূমি অফিসের মাঠে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার দীপংকর তঞ্চঙ্গ্যার
সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা তাইয়েবা তানজিমা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী কপিল উদ্দীন কবির, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, কৈয়াবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন,উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম,থানার এসআই ইস্রাফিলসহ বিভিন্ন দপ্তরের অফিসার ও কর্মচারীগণ।

সভাপতির বক্তব্যে ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, দেশে প্রথম বারের মত এই দিবসটি পালিত হচ্ছে। কেন্দ্রীয় সরকার তার উন্নয়ন কর্মকান্ড পরিচালনার জন্য স্থানীয় সরকার গঠন করে থাকেন। তারই ধারাবাহিকতায় কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন কাজ চলমান রয়েছে। বিশেষ করে পারিবারিক ও সামাজিক সমস্যা সমাধানেও স্থানীয় সরকার বিশেষ ভূমিকা রেখে চলেছে। তাই আমাদের আরো বেশি বেশি স্থানীয় সরকার সম্পর্কে জানতে হবে।

এ তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় ১৫টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করেন।