আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফ নেটং পাহাড় উঠনিতে যাত্রীবাহী মিনিবাস-সিএনজি’র সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন।এসময় আরও ৩জন আহত হয়েছেন।

রবিবার(১৮জুন ) বিকালে টেকনাফ সদর ইউনিয়নের বরইতলী উঠনিতে এ ঘটনা ঘটে।

নিহত হলেন,টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার মৃত আলী আকবরের ছেলে মো:সালাহ উদ্দিন(৩২)।গুরুতর আহতরা হলেন,একই এলাকার নাসিন উদ্দিনের ছেলে ওসমান গনি (৪০) সহ অন্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার বিকালে কক্সবাজার থেকে টেকনাফ গামী সমুদ্রতরী মিনিবাস যার চট্টমেট্রো-১১-২০৭৮
বরইতলী নেটং পাহাড়ের পাশে রাস্তার উঠানিতে গাড়ীর ব্রেক ফেল করে পিছনের ঢালুতে নামতে থাকে এবং পিছনে থাকা একটি সিএনজিকে চাপ দিয়ে বাসটি রাস্তার নিচে খাদে পড়ে যায়।ফলে সিএনজিতে থাকা মোঃ সালাউদ্দিন(৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়।অপর তিনজন আহত হয়।তাদের মধ্যে একজন গুরুত্বর আহত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ুম উদ্দিন চৌধুরী বলেন,ঘটনাস্থলে একজনের লাশ মিলেছে।বাকি তিনজন আহত হয়েছে।এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।পরবর্তীতে গুরুত্বর আহতকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন মজুমদার বলেন,সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশের একটিটিম পাঠানো হয়েছে।এবং ঘটনাস্থল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।