মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মাহবুবুর রহমান চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ২৮ হাজার ৬২ ভোট পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার ১২ জুন অনুষ্ঠিত নির্বাচনে মোট ৪৩ টি ভোট কেন্দ্রে মাহবুবুর রহমান চৌধুরীর নিকটতম প্রতিদ্বন্দ্বী নাগরিক কমিটির মনোনীত মেয়র প্রার্থী মাসেদুল হক রাশেদ নারিকেল গাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২৪ হাজার ৬৯৯ ভোট। উভয়ের প্রাপ্ত ভোটের ব্যবধান ৩ হাজার ৩৬৩ ভোট।
কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ হলে সোমবার ১২ জুন রাতে ফলাফল ঘোষণা কেন্দ্রে রিটার্নিং অফিসার এস.এম শাহাদাত হোসেন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন এবং মাহবুবুর রহমান চৌধুরীকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করেন। এসময় অন্যান্যের মধ্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহম্মদ শাহীন ইমরান, পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিভীষণ কান্তি দাশ, সহকারী রিটার্নিং অফিসার শিমুল শর্মা সহ নির্বাচনে বিজয়ী প্রার্থী তাঁদের সমর্থকেরা উপস্থিত ছিলেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী মেয়র পদে হেলমেট প্রতীক নিয়ে ৪ হাজার ১৬৮ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী জগদীশ বড়ুয়া তৃতীয়, ইসলামী আন্দোলনের জাহেদুর রহমান হাতপাখা প্রতীকে ১ হাজার ৪৫২ ভোট পেয়ে চতুর্থ এবং স্বতন্ত্র প্রার্থী জোসনা হক মোবাইল ফোন প্রতীক নিয়ে ৬৯৮ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
কক্সবাজার পৌরসভায় মোট ভোটার ৯৪ হাজার ৮১১ জন। ৪৩ টি ভোট কেন্দ্রে মোট কাস্টিং ভোট ৫৯ হাজার ৩০৬ টি। অবৈধ ভোটের সংখ্যা ২২৭ টি, মোট বৈধ ভোট ৫৯ হাজার ৭৯ টি। কাস্টিং ভোটের হার শতকরা ৬২’৫৫% ভাগ।


