চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ী জঙ্গলের বনের ভেতর থেকে প্রায় ৬৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছেন থানা পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৫ টার দিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডস্থ লম্বাতলীর পানির আগা নামক বনভূমির জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানাগেছে, উপজেলার
খুটাখালী ইউনিয়নের লম্বাতলীর পানির আগা নামক জঙ্গলে পাহাড়ে ঢালুতে অজ্ঞাত পরিচয়হীন আনুমানিক ৬৫ বছর বয়সী এক বৃদ্ধের লাশ দেখতে পাই স্থানীয় এলাকাবাসী। বিষয়টি তাৎক্ষণিক ভাবে ওই এলাকার স্থানীয় ইউপি সদস্যকে তারা অবহিত করেন। পরে খুটাখালী ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মেম্বার নুর মোহাম্মদ পেঠান বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে দ্রুত থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, থানার ওসি তদন্ত আব্দুল জব্বার ও অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন।
স্থানীয় এলাকাবাসী জানান, সকালে ৯টার দিকে ওই এলাকার আরিফুল ইসলামের স্ত্রী ছেনুয়ারা ছাগল নিয়ে যাওয়ার সময় জঙ্গলের ভেতরে এক ব্যক্তির লাশ দেখতে পায়। পরে ঘটনাটি স্থানীয় লোকজন ও মেম্বারকে জানানো হয়। লাশ দেখে মনে হয় দুই-তিনদিন আগে ওই ব্যক্তি মারা গেছে। লাশের শরীরে পচন ধরেছে। লাশের বয়স আনুমানিক ৬৫ বছর হবে।

থানার অপারেশন অফিসার রাজিব চন্দ্র সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের সময় পরনে সাদা রংয়ের একটি লুঙ্গি ছিল। পরে লাশের প্রাথমিক সুরুতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। তবে অজ্ঞাত লাশের শরীরে কোন ধরণের আঘাতের চিহৃ পাওয়া যায়নি।

এ ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, স্থানীয় মেম্বারের দেওয়া সংবাদের ভিত্তিতে খুটাখালী পাহাড়ী জঙ্গল থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে কোন আঘাতের চিহৃ দেখা যায়নি। অজ্ঞাত লাশটি সুরুতহাল প্রতিবেদন তৈরী করে
জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।