বলরাম দাশ অনুপম:
নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান বলেছেন, দেশে আগের তুলনায় শিশু ও মাতৃ মৃত্যুর হার অনেক কমেছে। সাথে বেড়েছে গড়আয়ু। তাই শুধু সেবা দিলে হবে না, সেবা নিয়ে গ্রহীতারা সন্তুষ্ট কিনা তা দেখতে হবে।
তিনি বলেন, বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অধিকহারে কাজ করতে হবে জন্ম নিয়ন্ত্রণে। জেলা প্রশাসক আরো বলেন- সেবা সপ্তাহ চলাকালীন সেবা কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর নিকট পৌঁছাতে হবে এবং সেবার গুণগত মান বাড়াতে হবে। আর এজন্য সবাইকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে শহীদ এটিএম জাফর আলম সিএসপি সম্মেলন কক্ষে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ্যাডভোকেসি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা: পিন্টু কান্তি ভট্টাচার্য্যর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী বলেন-২০৪১ সালের মধ্যে সুখী সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম আরও বেগবান করতে হবে। পরিবার পরিকল্পনা বিভাগের কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন।
“সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতি শিশু ও মাতৃস্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আগামী ১৭-২২ ডিসেম্বর পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ চলবে। এ্যাডভোকেসি সভায় বক্তব্যে রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জাহিদ ইকবাল, কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা: ফরহাদ হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকারিয়া, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহের, জেলা সদর হাসপাতালের কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্) ডা: খাইরুন্নেছা মুন্নী ও এফপিএবির জেলা কর্মকর্তা মো: ইকবাল। সভায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন ডা: মোহাম্মদ রকিব উল্লাহ, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি), কক্সবাজার।
