মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের মধ্যম টেকপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব আবদুল্লাহ পেশকারের প্রথম পুত্র, কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিবের প্রথম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৫ ফেব্রুয়ারী) দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা পালিত হয়।

পালিত কর্মসূচীর মধ্যে রয়েছে, কক্সবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের এবিসি ঘোনা চেয়ারম্যান ঘাটাস্থ হজরত মায়মুনা (রা:) মাদ্রাসা ও আবদুল্লাহ-নাহার হেফজ-এতিমখানার জমি দাতা সদস্য মোহাম্মদ হাবিব উল্লাহ’র স্মরণে বুধবার সকাল ৮ টায় মাদরাসা ভবনে খতমে কোরআন, সকাল ৯ টায় স্মৃতিচারণ ও দোয়া মাহফিল। প্রতিষ্ঠান ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে মোহাম্মদ হাবিব উল্লাহ’র স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোছাইন, মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ’র ছোট ভাই, প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য, ইউনিয়ন ব্যাংক রামু শাখার ব্যবস্থাপক এম. জাহেদ উল্লাহ জাহেদ প্রমুখ। সঞ্চালনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার সহকারী প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইকবাল। অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ’র ছোট ভাই কক্সবাজার জেলা পরিষদ কার্যালয়ের উচ্চমান সহকারী মোহাম্মদ আমান উল্লাহ আমান, মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সদস্য আলহাজ্ব নুরুল আমিন, মরহুমের পরিবারের সদস্য সৈয়দ শাহেদ উদ্দিন, সৈয়দ শহীদ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ হোছাইন, মাওলানা রহিম উল্লাহ, মাওলানা ওবায়দুল্লাহ মাসুম, মাস্টার মোস্তাফিজুর রহমান, মাওলানা মোহাম্মদ জুবায়ের, মাওলানা বারেক উল্লাহ, আবু তৈয়ব প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া একইদিন মরহুম মোহাম্মদ হাবিব উল্লাহ’র কক্সবাজার শহরের মধ্য টেকপাড়াস্থ বাসভবন ‘কুসুম নিলয়’ ও শহরের উত্তর নুনিয়াছড়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসায় খতমে কোরআন, মরহুমের কবর জেয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, মধ্যম টেকপাড়ার ঐতিহ্যবাহী সমাজ কমিটির সর্দার মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব ২০২৪ সালের (৫ ফেব্রুয়ারী) বাংলাদেশ সময় রাত দেড়টার দিকে ভারতের মুম্বাইয়ের টাটা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাত্র ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ২ দিন পর ৭ ফেব্রুয়ারী সকাল ১০ টায় কক্সবাজার শহরের বায়তুশ শরফ কমপ্লেক্স মাঠে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব এর বিশাল নামাজে জানাজা শেষে শহরের টেকপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে পিতা আলহাজ্ব মোহাম্মদ আবদুল্লাহ পেশকার ও মাতা জেবুন্নাহার বেগমের কবরের পাশে মোহাম্মদ হাবিব উল্লাহ হাবিব-কে চিরনিদ্রায় শায়িত করা হয়।