উখিয়া সংবাদদাতা:

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদুল করিম সিকদারের বিরুদ্ধে কলার ছড়া চুরির অভিযোগ উঠেছে। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম সিকদার (প্রয়াত) ও সাবেক মহিলা মেম্বার রোকিয়া খানম দম্পতির সন্তান।

১৭ নভেম্বর মধ্যম হলদিয়া সিকদারপাড়া এলাকায় পুলিশ সদস্য রবিউল করিম সিকদারের বাড়ি থেকে প্রায় ১৫০০ টাকা মূল্যের একটি কলার ছড়া চুরি করে মরিচ্যা বাজারে বিক্রির প্রাক্কালে তিনি ধরা পড়েন। স্থানীয়রা টমটম গাড়িতে কলার ছড়া বহনের সময় বিষয়টি নজরে আনেন।

ঘটনার সময় তার মা রোকিয়া খানম ও মামাতো ভাই মোহাম্মদ সাদেক ঘটনাস্থলে উপস্থিত হয়ে চুরির বিষয়টি নিশ্চিত করেন। তার মা অভিযোগ করেন, রাশেদুল করিম এর আগেও সুপারি, মুরগি, ছাগলসহ বিভিন্ন সামগ্রী চুরি করেছেন। তার এসব কর্মকাণ্ডে পরিবার অতিষ্ঠ হয়ে উঠেছে।

রোকিয়া খানম জানান, তার স্বামী জীবিত থাকাকালীন সময়েও ছেলের এ ধরনের কর্মকাণ্ডের জন্য মানসিক চাপে ছিলেন। এমনকি তাকে ত্যাজ্যপুত্র করার চিন্তাও করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল করিমের বিরুদ্ধে ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ব্যালট বাক্স চুরির অভিযোগ রয়েছে।

এছাড়া, তার বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মতে, তার কর্মকাণ্ডের দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করা হলে এটি সমাজের প্রতি হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা অনুরোধ করেছেন, রাশেদুল করিম সিকদারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হোক, যাতে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি না ঘটে এবং এলাকাতে শান্তি বজায় থাকে।

এ ব্যাপারে রাশেদুল করিম সিকদারের ০১৮১১৬২১**৮ মুঠোফোনে অনেকবার কল করেও না ধরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।