দৈনিক কক্সবাজার বিগত ১৩ নভেম্বর ২০২৪ ইং তারিখ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের এডভোকেট শহিদুল ইসলামের স্বাক্ষরিত এবং প্রকাশিত সংবাদের প্রতিবাদ:
১. মেরিনা বিচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ কর্তৃক বিগত ১২/১০/২০১৮ ইং তারিখ সাইবার হোস্টিং এর সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। মাউই রিসোর্ট এর সাথে কোন চুক্তি স্বাক্ষরিত হয় নাই । মাউই রিসোর্ট এর নিবন্ধন হয় বিগত ২৫ নভেম্বর ২০২০ ইং তারিখ।
২. বাংলাদেশ ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী এক বছরের জন্য ট্রেড লাইসেন্স ইস্যু করা হয়। আর মাউই রিসোর্ট পাঁচ বছর মেয়াদি ১৬৫/২১-২৫ ইং ক্রমিক নং ৯০৮ তারিখ ১২/০৭/২০২১ ইং জাল ট্রেড লাইসেন্স প্রদর্শন করে ব্যবসা পরিচালনা করে জালিয়াতির আশ্রয় নিয়েছে যাহা বাংলাদেশ দণ্ডবিধি আইন অনুযায়ী ধারা ৪৬৭ অপরাধ । খুনিয়া পালং ইউনিয়ন পরিষদ কর্তৃক ২২/১০/২০২৪ ইং তারিখ স্বারক নং ৯৫৮/২৪ অনুযায়ী সকল দপ্তরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য পত্র প্রেরণ করা হয়।
৩. হোসাইন জাব্বার ২০১৩ হতে এখনো পর্যন্ত মেরিনা বিচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ চেয়ারম্যান এবং মাউই রিসোর্ট লিঃ এরও চেয়ারম্যান। মেরিনা বিচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর হোল্ডিং নং ৫৮৩ শেয়ারহোল্ডারদের পাওনা আত্মসাৎ করে তিনি Conflict of interest দোষে দোষী হয়েছেন এবং বাংলাদেশ কোম্পানি আইনের ১০৪, ১০৫, ১০৭, ১০৮ ধারা Violation করেছেন।
৪. এডভোকেট শহিদুল ইসলাম মাউই রিসোর্ট লিঃ এর পক্ষে মিথ্যা, অসত্য, ভূল ভাবে তথ্য সরবরাহ করে পত্রিকায় প্রতিবাদ দিয়েছেন যা বেআইনি।

৫. মেরিনা বিচ ভিলাস রিসোর্ট এন্ড স্পা লিঃ এর শেয়ারহোল্ডারদের স্বার্থ সংরক্ষণ করার জন্য কক্সবাজারের আইন প্রয়োগকারী সংস্থার কাছে বিনীত অনুরোধ অবিলম্বে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার।

ইহাই আমার মক্কেলের পক্ষে প্রকাশিত সংবাদের প্রতিবাদ।