নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পর্যটন খাত কার্যক্রম উদ্বোধনী ও অংশীদার বৈধতা যাচাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ নভেম্বর) দিনব্যাপি কক্সবাজার শহরের তারকামানের একটি হোটেলের হলরুমে ‘কক্সবাজার পর্যটন খাত কার্যক্রম উদ্বোধনী ও অংশীদার বৈধতা যাচাই কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

এই কর্মশালা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত “আইএসইসি পর্যটন খাত উন্নয়নে সহায়তা বাস্তবায়ন প্রকল্প”-এর অংশ। কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অর্থায়নে এই প্রকল্পটি স্থানীয় জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ তৈরি এবং দক্ষতা উন্নয়নে কাজ করছে।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, “কক্সবাজারের অর্থনীতি পর্যটন, মাছ, এবং লবণ খাতের উপর নির্ভরশীল। জেলা প্রশাসনের তরফ থেকে পরিবহন ব্যবস্থার উন্নয়ন, বর্জ্য পুনর্ব্যবহার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা পর্যটন খাতকে একটি আধুনিক কাঠামোয় রূপান্তরিত করতে সহায়ক হবে।”

জেলা প্রশাসক পর্যটকদের এবং সেবাদানকারীদের সম্মিলিত দায়িত্ব পালনের মাধ্যমে পর্যটন খাতকে আরও উন্নত করার আহ্বান জানান।

কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সভাপতি আবু মুরশেদ চৌধুরী উল্লেখ করেন, “কক্সবাজারের পর্যটন খাতে দীর্ঘমেয়াদী সাফল্য আনতে আমাদের পরিবেশবান্ধব এবং কমিউনিটি-কেন্দ্রিক পর্যটন মডেলে আগাতে হবে।” তিনি ইকো-ট্যুরিজম, ক্রীড়া পর্যটন এবং উপকূলীয় পর্যটনের সম্ভাবনার দিকে মনোযোগ দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেন।

আইএলও’র কক্সবাজার সাব-অফিসের প্রধান রুচিকা বাহল বলেন, “আইএলও কক্সবাজারে টেকসই উন্নয়নের জন্য সরকার, নিয়োগকর্তা এবং বাণিজ্য সংস্থার মধ্যে শক্তিশালী অংশীদারিত্বে কাজ করছে। নারীদের এবং যুবকদের জন্য নতুন কর্মসংস্থান তৈরি করাই আমাদের মূল লক্ষ্য।”

কর্মশালায় সরকারি-বেসরকারি সংস্থা, স্থানীয় ব্যবসায়িক সংগঠন এবং সামাজিক উন্নয়ন সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল পর্যটকদের নিরাপত্তা, স্বাস্থ্যবিধি, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন প্যাকেজের বৈচিত্র্য এবং নারীর ক্ষমতায়ন। গোষ্ঠীভিত্তিক আলোচনার মাধ্যমে অংশীদারদের মতামত সংগ্রহ করে প্রকল্পের কার্যক্রমগুলো যাচাই করা হয়েছে।

এই কর্মশালা কক্সবাজারে একটি টেকসই পর্যটন খাত গড়ে তোলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়েছে।