সংবাদ বিজ্ঞপ্তি:
ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) কক্সবাজার জেলার ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর বিকেল চারটায় পাবলিক লাইব্রেরীতে প্রস্তুতি সভায় আইডিইবি কক্সবাজার জেলার সভাপতি নেছার আহমদ ভূঁইয়া অনুষ্ঠান পরিচালনা ও পর্যালোচনা করেন।

এ সময় তিনি সকল বিভাগ ও বিষয়ের খোঁজ-খবর নেন।

তিনি সকল স্তরের প্রকৌশলীবৃন্দকে আজ ১৩ নভেম্বর সকাল ৯ টায় পাবলিক লাইব্রেরী ময়দানে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান এবং কর্মসূচি যথাযথভাবে পালন করার জন্য অনুরোধ করেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কক্সবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক অভিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সালাউদ্দিন, আইডিইবি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।