প্রেস বিজ্ঞপ্তি :

কক্সবাজারে আগত সকল পর্যটকদের সেবার মান,ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে ফ্ল্যাট ব্যবসায়ী সমিতি গঠিত হয়েছে, কক্সবাজারের কলাতলী, সু-গন্ধা,লাবনি পয়েন্ট সহ বৃহত্তর কলাতলী জোনের ফ্ল্যাট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, সী-পাল ওয়ান,এবি গার্ডেন,ওয়াল্ড বীচ রিসোর্ট, ক্লাসিক,জিনিয়া,মিল্কি ওয়ে,আলফা ওয়েভ সহ বিভিন্ন হোটেলের ফ্ল্যাট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন, সকল ফ্ল্যাট ব্যবসায়ীদের সম্মতিক্রমে হুমায়ুন কবির হিমু কে সভাপতি ও মমতাজ মিয়া রাজুকে সাধারণ সম্পাদক,ও সাহাব উদ্দিন সিহাব কে সাংগঠনিক সম্পাদক করে ৫১ জন বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে, অন্য ফ্ল্যাট ব্যবসায়ীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি হাসান মোহাম্মদ আলমগীর, সহ সভাপতি, গিয়াস উদ্দিন, (আলফা ওয়েভ)সহ সভাপতি মো: কালু(ক্লাসিক) সহ সভাপতি মো: নুরুল হুদা (হোয়াইট প্যালেস),নুরুল মোস্তফা মানিক,ওয়াল্ড বীচ, কুতুবউদ্দিন ওয়াল্ড বীচ, আতিকুর রহমান মার্শাল, সালাহ উদ্দিন (ওয়াল্ড বীচ),সুমন,সহ সভাপতি শাহিন, হুমায়ুন কবির (সী-পার্ল ওয়ান,টু),নাজমুল,(ওয়াল্ড বীচ) মো: আলী (সী পাল টু,)আজিজ, সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন ছোটন,, যুগ্ম সম্পাদক, আদি, সাইমন,কামাল, নোমান,(ওয়াল্ড বীচ) অর্থ সম্পাদক আবছার কামাল বরফি,(এবিসিএল,মিল্কিওয়ে) ধর্ম বিষয়ক সম্পাদক :আমান উল্লাহ আমান।
পর্যটন বিষয়ক সম্পাদক, মো:করিম,পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, প্রচার সম্পাদক :মনিরুল ইসলাম(গণ-পূর্ত ফ্ল্যাট)  সদস্য যথাক্রমে, সাইফুল ইসলাম,মনু ইসলাম,রিদুয়ান,রাহাতুল ইসলাম রিদু,এরশাদুল আলম,জালাল, আমান,ফয়সাল,আজিজ,রুবেল,ইয়াছিন,ইরফান,শহিদ,হায়দার আলী,নবিউল হক,এনাম,মুফিজ,হিরু,আজিজ,ছৈয়দ হোসেন,বিল্ডার রিফাত, প্রমুখGvএতে অন্যদের মাঝে বক্তব্য রাখেন সীপাল টুর হুমায়ুন কবির, ক্লাসিক এর মো: কালু, নুরুল হুদা,ওয়াল্ড বীচের আলমগীর, ছোটন,সায়মন,সুমন,
ফ্ল্যাট ব্যবসায়ীরা বলেন কক্সবাজারে সকল পর্যটক কেন্দ্রে কক্সবাজারের আগত সকল পর্যটকদের নিরাপত্তা ও সকল হোটেলের সেবার মান যাতে নিশ্চিত হয়,সেটার জোর তাগিদ দেন।