এইচ এম রুহুল কাদের, চকরিয়া:

চকরিয়া উপজেলার ডুলহাজারায় ডাকাতের গুলিতে মর্মান্তিকভাবে নিহত লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন হত্যার প্রতিবাদ ও গত পবিত্র রমজান মাসে ইফতারের সময় তুলে নিয়ে গুলি করে হত্যা করা রহমানের হত্যাকারীদের বিচার চেয়ে বিক্ষোভ করে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বাদে আসর ডুলহাজারা-মালুমঘাটের জনসাধারণের ব্যানারে মালুমঘাট বাজার থেকে বিক্ষোভ শুরু করে ডুলহাজারা বাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় বিক্ষোভ জনগণ দ্রুত সেনা কর্মকর্তা তানজিমের হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান। একই সাথে মালুমঘাটের যুবদল নেতা রহমান হত্যার মূল পরিকল্পনাকারী ও হত্যাকারীদেরও বিচার কামনা করেন।

বক্তারা আরো বলেন, ডুলহাজারা ইউনিয়নে একের পর এক হত্যাকাণ্ডে জনগণ আতঙ্কিত । অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করা না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে আশঙ্কা করেন। সমাবেশ ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক জনগণ উপস্থিত ছিলেন।