মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ঈদগাও উপজেলার ৫ টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ২৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। তারমধ্যে, ইসলামাবাদ ইউনিয়নে মোট ভোটার রয়েছে ২০ হাজার ৩৯১ জন। এরমধ্যে, পুরুষ ভোটার ১১ হাজার ১১৯ জন এবং মহিলা ভোটার ৯ হাজার ২৭২ শত জন। এ ইউনিয়নে কোন হিজড়া ভোটার নাই। প্রতিটি ওয়ার্ডে একটি করে মোট ভোট কেন্দ্র রয়েছে ৯টি। স্থায়ী ভোট কক্ষ (বুথ) রয়েছে মোট ৫৪ টি।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সুত্রে এ তথ্য জানা গেছে।

ইসলামপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৫৫২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৬৫ জন এবং মহিলা ভোটার ৬৮৭ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ২ নম্বর ওয়ার্ডের পাহাশিয়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ৩১৯২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৭২৯ জন এবং মহিলা ভোটার ১৪৬৩ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৮টি। ৩ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৬০৬ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ৮৭২ জন এবং মহিলা ভোটার ৭৩৪ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৪টি। ৪ নম্বর ওয়ার্ডের ইছাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২০১৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১০৫ জন এবং মহিলা ভোটার ৯০৮ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব বোয়ালখালী শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ১৯২৪ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১০৩৮ জন এবং মহিলা ভোটার ৮৮৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৫টি। ৬ নম্বর ওয়ার্ডের ইউছুপেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২২২৯ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১১৯১ জন এবং মহিলা ভোটার ১০৩৮ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি। ৭ নম্বর ওয়ার্ডের জাহানারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২৪৪২ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৩২৬ জন এবং মহিলা ভোটার ১১১৬ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৭টি। ৮ নম্বর নম্বর ওয়ার্ডের খোদাইবাড়ি ওয়াহেদের পাড়া আছদ আলী কো: সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ৩১৭৩ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১৭৬২ জন এবং মহিলা ভোটার ১৪১১ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৮টি। ৯ নম্বর ওয়ার্ডের গজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে মোট ভোটার ২২৬০ জন। তারমধ্যে, পুরুষ ভোটার ১২৩১ জন এবং মহিলা ভোটার ১০২৯ জন। এ কেন্দ্রে ভোট কক্ষ (বুথ) রয়েছে ৬টি।

এছাড়া, ইসলামবাদ ইউনিয়নে সংরক্ষিত মহিলা ১ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬৩৫০ জন, সংরক্ষিত মহিলা ২ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৬১৬৬ জন এবং সংরক্ষিত মহিলা ৩ নম্বর ওয়ার্ডে ভোটার সংখ্যা ৭৮৭৫ জন।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচনে রামু উপজেলা নির্বাচন অফিসার এস.এম মহীউদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। নির্বাচনে ২৮ এপ্রিল রোববার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।