সিবিএন:

কক্সবাজারের চকরিয়ার সন্তান মুহাম্মদ এনামুল হক B.sc in Quantity Surveying  বিষয়ে প্রথম শ্রেণিতে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। আয়ারল্যান্ড এর বিখ্যাত ATU University  থেকে B.sc in Quantity Surveying  বিষয়ে প্রথম শ্রেণি ৭১.৫৮% মার্কসসহ আন্তর্জাতিক এ ডিগ্রি অর্জন করেন।

মুহাম্মদ এনামুল হক চকরিয়া উপজেলার   বদরখালী ৪ নং ওয়ার্ড, বাজারপাড়ার মাহাবুবুল হক ও তাহেরা বেগম এর সন্তান। এবং মৃত নজির আহমদ এর নাতি।

তিনি পূর্বে CUET থেকে Civil Engineering শেষ করে দেশ বিদেশে বহু কোম্পানীতে সাফল্যের সাথে চাকরী করেছেন। বর্তমানে ইউরোপের বিখ্যাত Kilcawley construction Company তে চাকরীরত।

তার এ সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত। তিনি দেশবাসী, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সকলের নিকট দোয়া প্রার্থী।