ধর্মীয় ভাবগাম্ভির্য ও উৎসবমূখর পরিবেশে শেষ হয়েছে সনাতনী সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্রীশ্রী কালী (শ্যামা) পূজা। গত ৩০ অক্টোবর শুভ অধিবাসের মধ্যে দিয়ে শুরু হওয়া এই পূজা শেষ হয় ২ নভেম্বর (শনিবার) বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে।
কক্সবাজার শহরে এবার প্রায় ১৫টির মত মন্ডপে শ্রীশ্রী কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। এরমধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং বড় পূজা অনুষ্ঠিত হয় কস্তুরাঘাটস্থ কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশানে।
৩১ অক্টোবর কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান কালী পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক বলরাম দাশ অনুপমের সভাপতিত্বে অনুষ্ঠিত শুভেচ্ছা জ্ঞাপন সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, আমরা কোন সংখ্যালঘু বা সংখ্যাগুরু না আমরা সকলে বাংলাদেশী হয়ে বসবাস করবো।
কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান কালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত পালের সঞ্চালনায় উক্ত শুভেচ্ছা সভায় বক্তব্যে রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল সাকিব, সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়জুল আমিন নোমান, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, সহ সভাপতি রতন দাশ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক শর্মা দীপু, কক্সবাজার ইসকন মন্দিরের অধ্যক্ষ শ্রীপাদ রাধা গোবিন্দ দাস ব্রহ্মচারী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক কাঞ্চন দাশ, জেলা পূজা উদযাপন পরিষদের কর্মকর্তা দোলন ধর।
এছাড়া কেন্দ্রীয় মহাশ্মশান কালী পূজা মন্ডপ পরিদর্শন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিভীষণ কান্তি দাশ। স্বাগত বক্তব্যে রাখেন কক্সবাজার কেন্দ্রীয় মহাশ্মশান কালী পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক আকাশ দাশ।
