সরওয়ার কামাল, মহেশখালী;
মহেশখালীতেও নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে র্্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর সকালে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়। মহেশখালী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাকিলের সভাপতিত্বে সাংবাদিক আমিনুল হকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীকি মারমা। বিশেষ অতিথি ছিলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা, উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল, উপজেলা অ্যাকাডেমিক সুপার ভাইজার মো. ফজলুল করিম, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার রুজিনা খাতুন, মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সাংবাদিক আবুল বশর পারভেজ, সাংবাদিক সরওয়ার কামাল প্রমুখ। আলোচনা সভা শেষে চেক, নিবন্ধিত সনদ এবং প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।