প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের ত্রৈবার্ষিক কাউন্সিল সভা ২৯ অক্টোবর মঙ্গলবার বেলা ১২.৩০ মিনিট শহীদ এটি এম জাফর আলম (সিএসপি) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস কক্সবাজার জেলা রোভারের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কাউন্সিল সভায় রোভার অঞ্চলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ফজললু কাদের চৌধুরী, লিডার ট্রেইনার বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি) নিজাম উদ্দীন আহমেদ সহ জেলার সকল কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, আর এস এল ও লিডার ট্রেইনারগণ কাউন্সিলর হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচন পরিচালনা করেন প্রফেসর ফজলুল কাদের চৌধুরী। সভায় সর্ব সম্মতিক্রমে আগামী ০৩ (তিন) বছরের জন্য নিম্মোক্ত কমিটি গঠিত হয়।
সভাপতি সালাহ উদ্দিন জেলা প্রশাসক, কক্সবাজার (পদাধিকার বলে), সহ-সভাপতি নিজাম উদ্দিন আহমেদ অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আই সি টি), সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ওমর ফারুক, সহ-সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ রহমত সালাম, সহ-সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম হোসেন, সহ-সভাপতি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী, কমিশনার এহছানুল হক হেলালী, কোষাধ্যক্ষ আ.ম.ম জহির, সম্পাদক মোহাম্মদ আবদুল হামিদ, যুগ্ম সম্পাদক নুরুল আমিন, গ্রুপ কমিটির সভাপতি প্রতিনিধি অধ্যক্ষ ইঞ্জি: প্রদীপ্ত খীসা ও অধ্যক্ষ হেফাজত উল্লাহ, রোভার স্কাউট লিডার প্রতিনিধি আমানুল্লাহ ও সুজাতা চৌধুরী।
