ঈদগাঁ প্রতিনিধি;
কক্সবাজার উত্তর বন বিভাগের আওতাধীন ভোমারিয়াঘোনার রেঞ্জের সদর বিটে কর্মরত দুই বন কর্মী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ২৯ অক্টোবর দুপুরে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জানা যায়,রেঞ্জের বনের জমি থেকে গাছ কেটে নিচ্ছে সংঘবদ্ধ গাছ চোর চক্রের সদস্যরা। খবর পেয়ে রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁনের নির্দেশনায় বিট অফিসারসহ বনকর্মীরা অভিযানে গেলে দেখা মিলে গাছ চোর চক্রের সদস্য ভিলেজার আজিজ, এনতাজুল হক ও ইমাম হোসেন গাছ চোরি করে নিয়ে যাচ্ছে। এসময় বনকর্মীরা বাঁধা দিলে তাদের উপর অতর্কিত ভাবে হামলা করে। বন কর্মীদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে গাছ চোর হামলাকারীরা পালিয়ে যায়। আহত বন কর্মীদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোমরিয়াঘোনা রেঞ্জ কর্মকর্তা আনোয়ার হোসেন খাঁন জানান,আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হবে বলে জানান।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।