সিবিএন ডেস্ক ;

বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার চার শতাধিক নারী–পুরুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, এহসান, শামসুল আলম, আব্দুস সালাম, মো. সাগর, আমেনা খাতুন, হাসিনা আক্তার, হাসিনা বেগম।

বক্তারা বলেন, চলতি বছরের (৫ই মে) চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধা খাল সংলগ্ন,লাল গোলা ব্রিজের উত্তর পাশে প্রতিদিনের মতো চিংড়ী ঘের পাহারা দেওয়ার সময় গভীর খালে পড়ে ইসলামাবাদ ইউনিয়নের ১নং ওয়ার্ড টেকপাড়ার বাসিন্দা মৃত হাকিম মিয়ার ছেলে আবুল কাসেম (৪৫) নিহত হন। স্থানীয়দের দাবি নিহত কাসেম প্রতিদিন নেশা করতেন, ঘটনার দিনও তিনি নেশাগ্রস্ত ছিলেন যার কারণে মাতাল অবস্থায় পানিতে পড়লে সে আর খুলে উঠে আসতে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থলে চকরিয়া থানা পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্ত শেষে পুলিশ লাশটি তার পরিবারকে হস্তান্তর করে। এর পর (৩১ জুলাই) ময়নাতদন্তের রিপোর্ট আসে। সেখানে খালে পড়ে পানিতে ডুবে আবুল কাসেমের মৃত্যু হয় বলে রিপোর্টে স্পষ্ট উল্লেখ করেন।

দেশে চলমান পরিস্থিতিকে পুঁজি করে দীর্ঘ ৬ মাস পর একটি কুচক্র মহলের ইন্ধনে (৫ই অক্টোবর) তার ভাই রসিদ মিয়া বাদী হয়ে চকরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। যেখানে ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড টেকপাড়ার সাবেক মেম্বার ও প্যানেল চেয়ারম্যান ব্যবসায়ী নুরুচ্ছফা ও তার দুই ছেলেসহ আত্মীয়স্বজন কে আসামি করা হয়।

মেম্বারের পরিবার বলছেন, একটি চক্র মোটা অঙ্কের টাকা নিয়ে মিথ্যা ষড়যন্ত্র ও হয়রানি মূলক ভিত্তিহীন এই মামলায় অভিযুক্ত করা হয় তাদের,যে মামলা থেকে বাদ যায়নি নিজের বোনের স্বামী সফর আলমও। মেম্বারের পরিবারকে জড়িয়ে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে গ্রামের শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করতেছে এই চক্রটি।

মানববন্ধনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সাথে আদালতের দৃষ্টি কামনা করেন তাদের বিরুদ্ধে আনিত মিথ্যা অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি করেন এলাকাবাসী। সেই সাথে মামলাবাজ রশিদ মিয়া ও তার সহযোগীদের এমন ঘৃণিত কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও রাখেন।