সিবিএন ডেস্ক:
কক্সবাজার, ১১ অক্টোবর, ২০২৪: দুর্গাপূজা উপলক্ষ্যে টানা চারদিনের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকত পর্যটকদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। সমুদ্রতীরের লাবনী থেকে কলাতলী পর্যন্ত তিল ধারণের ঠাঁই নেই। সাগরের নোনাজলে সব বয়সের মানুষ আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন, প্রিয়জনদের সাথে কাটাচ্ছেন স্মরণীয় মুহূর্তগুলো।
শুক্রবার সকাল থেকেই সৈকতে ছিল পর্যটকদের ঢল। লক্ষাধিক পর্যটক ছুটির সুযোগে কক্সবাজারে ভিড় জমিয়েছেন। উত্তাল সমুদ্রে স্নান, বালুচরের আনন্দঘন পরিবেশ, আর জেলার বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে বেড়িয়ে কাটছে তাদের ছুটি।
এক পর্যটক বলেন, “অনেকদিন ঘরবন্দি থাকার পর পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে পরিবার নিয়ে কক্সবাজারে আসার সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু মানুষের ভিড় এত বেশি যে কিছুটা অস্বস্তি বোধ করছি।”
কক্সবাজার সৈকতের নিরাপত্তার দায়িত্বে থাকা সি সেইফ লাইফ গার্ডের ইনচার্জ ওসমান গনি জানান, দুপুর পর্যন্ত প্রায় অর্ধলাখ পর্যটক ছিল, বিকেলের দিকে ভিড় আরও বেড়েছে। পর্যাপ্ত জনবল না থাকায় তাদের জন্য নিরাপত্তা ব্যবস্থাপনা চালিয়ে যেতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
পর্যটকের চাপ সামলাতে হোটেল-রিসোর্টগুলোও প্রায় পূর্ণ হয়ে গেছে। সমুদ্রস্নান, বিচ বাইকিং, জেট স্কি, প্যারাসেইলিংসহ নানা ধরনের বিনোদনমূলক কর্মকাণ্ডে মেতে উঠেছেন ভ্রমণপিপাসুরা। অন্যদিকে, খাবার দোকান, হস্তশিল্পের বাজারসহ স্থানীয় ব্যবসায়ীরাও ব্যস্ত সময় কাটাচ্ছেন।
কক্সবাজারের সমুদ্র সৈকত এই ছুটিতে যেন এক বড় উৎসবের মঞ্চে পরিণত হয়েছে।
