নুরুল আলম সাঈদ, নাইক্ষ্যংছড়ি;

বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী সদর ইউনিয়নের ফুলতলী এলাকা থেকে বিজিবি আব্দুল গফুর(২২) নামের এক ব্যক্তিকে মায়ানমারে তৈল পাচারকালে তৈলসহ হাতে নাতে গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে নাইক্ষ্যংছড়ি ১১বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)’নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নে ব্যাটালিয়নের অধিনস্থ ১১ বিজিবির ফুলতলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হাতিমারা ঝিরি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. ইউনুছ আলী নেতৃত্বে সীমান্ত পিলার-৪৭ এর শূন্য লাইন থেকে বাংলাদেশের অভ্যন্তরে ফুলতলী বিওপির প্রস্তাবিত বিওপির জায়গায় থেকে সীমান্ত রোড দিয়ে মিয়ানমারে পাচারের চেষ্টাকালে ৩০ লিটার সয়াবিন তেলসহ ১ জনকে আটক করা হয়। আককৃত ব্যক্তি নাইক্ষ‍্যংছড়ি উপজেলার মায়ানমার সীমান্তবর্তী সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আশারতলী গ্রামের মৃত নুর আহমদের পুত্র আব্দুল গফুর (২২)। আটককৃত ব্যক্তিকে নাইক্ষ‍্যংছড়ি থানায় হস্তান্তর করছে বিজিবি।

উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির দৌছড়ি ও সদর ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাকারবারিরা অধিক মুনাফার লোভে বাংলাদেশি বিভিন্ন পণ্য সামগ্রী মিয়ানমারে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত এলাকায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির জোয়ানেরা কঠোর ভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে। যার ফলশ্রুতিতে প্রায় সময় মাদক ও চোরাকারবারি আটক হচ্ছে এবং বিভিন্ন মাদকদ্রব্য সহ হরেক রকম মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকার বাসিন্দারা স্থানীয় ভাবে দায়িত্বরত বিজিবি সদস্যদের এমন তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন।

১১বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’অধিনায়ক লে. কর্নেল সাহেল আহমেদ নোবেল বলেন, সীমান্তে চোরাকারবারিরা এসব তৈল ও খাদ্য সামগ্রী অবৈধ পন্থায় পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে পাচারের জন্য মজুদ করছিল। বিজিবি গোপন সূত্রে খবর পেয়ে তৈলসহ হাতেনাতে আব্দুল গফুর নামের এই ব্যক্তিকে গ্রেফতার করে। বিজিবি সীমান্তে মাদক ও চোরাকারবারি প্রতিরোধে সর্বদা তৎপর রয়েছে।