সোয়েব সাঈদ, রামু;

‘বিশুদ্ধতায় ভরে উঠুক, আমাদের প্রিয় মাতৃভূমি’ এ শ্লোগানে রামু সম্পন্ন হয়েছে পাঁচদিন ব্যাপী নৃত্য বিষয়ক কর্মশালা। কর্মশালার আয়োজন করে রামুর অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ইনস্টিটিউট অব মিউজিক’।ক

র্মশালায় প্রধান প্রশিক্ষক ও তত্ত্বাবধানে ছিলেন, খ্যাতিমান নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার এম আর ওয়াসেক। এতে সহকারী প্রশিক্ষক ছিলেন- পাবনা নৃত্য রং এর পরিচালক মো. হারুনুর রশিদ লিটন, ইনস্টিটিউট অব মিউজিক এর নৃত্য বিভাগের পরিচালক জয়শ্রী বড়ুয়া ও ঢাকা নন্দন কলা কেন্দ্রের সহকারী পরিচালক সৈয়দ আশিকুজ্জামান মুন্না।

২০ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত রামুতে ইনস্টিটিউট অব মিউজিক এর নিজস্ব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় কক্সবাজারের বিভিন্ন উপজেলার অর্ধ শতাধিক প্রশিক্ষণার্থী অংশ নেন। মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদপত্র বিতরণ করা হয়।

ইনস্টিটিউট অব মিউজিক এর পরিচালক এইচবি পান্থ’র সভাপতিত্বে ও সংগীত শিল্পী মানসী বড়ুয়ার সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ঢাকা নন্দন কলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, কোরিওগ্রাফার এম আর ওয়াসেক, সংগীত ভবনের পরিচালক বিভাষ সেন গুপ্ত জিগমী, সাংস্কৃতিক সংগঠক উৎপলা বড়ুয়া, সত্যেন সেন শিল্পী গোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ঢাকা নন্দন কলা কেন্দ্রের সহকারী পরিচালক সৈয়দ আশিকুজ্জামান মুন্না, বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের সংগীত শিল্পী ইসকান্দর মীর্জা প্রমুখ।

অনুষ্ঠানে কর্মশালার প্রধান প্রশিক্ষক এম আর ওয়াসেক তাঁর বক্তব্যে বলেন- সাগর-পাহাড় অধ্যুষিত রামু উপজেলা সাহিত্য-সংস্কৃতিকে পরম যত্নে লালন করে যাচ্ছে। পুরো জেলার সাংস্কৃতিক অঙ্গনে রামু উপজেলা অনেক সমৃদ্ধ একটি জনপদ। মফলস্ব পর্যায়ে এ ধরনের নৃত্যবিষয়ক কর্মশালা দেশে খুব কমই হয়। এখানে এ ধরনের ব্যতিক্রমী আয়োজন সফলভাবে আয়োজন করেছে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব মিউজিক। ৫ দিনের প্রশিক্ষণে অনেক কঁচিকাঁচা শিক্ষার্থী সফলভাবে অংশ নিয়েছে। এ প্রশিক্ষণে অংশ নেয়া প্রশিক্ষণার্থীদের অনেক জাতীয় পর্যায়েও সফল হওয়ার যোগ্যতা রাখে। এ জন্য নিয়মিত চর্চা অব্যাহত রাখতে হবে।

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউট অব মিউজিক এর পরিচালক এইচবি পান্থ বলেন- এ প্রতিষ্ঠানটি নৃত্য, সংগীত, চিত্রকলাসহ সংস্কৃতির নানা বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে। সংস্কৃতিকর একটি কঠিন বিষয় নৃত্যকলা। তাই এ মাধ্যমকে আরও সমৃদ্ধ করার জন্য ইনস্টিটিউট অব মিউজিক পাঁচদিন ব্যাপী এ নৃত্য বিষয়ক কর্মশালার আয়োজন করেছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইনস্টিটিউট অব মিউজিক এর নৃত্য বিভাগের পরিচালক জয়শ্রী বড়ুয়া বলেন- ২০১৬ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে ইনস্টিটিউট অব মিউজিক নৃত্য ও সংগীত শিল্পের প্রসারে অবদান রেখে আসছে। প্রতিবছর এ প্রতিষ্ঠানে কারিকুলাম ভিত্তিক নৃত্য প্রশিক্ষণ চালানো হয়। শিক্ষার্থীদের আরও এগিয়ে নেয়ার লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এছাড়া প্রতিষ্ঠার পর থেকে এ প্রতিষ্ঠানের শিল্পীরা দেশের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নিচ্ছে।

অনুষ্ঠানে কর্মশালার প্রধান প্রশিক্ষক, সহকারী প্রশিক্ষক, তবলায় সহযোগিতাকারী শরীফকে ইনস্টিটিউট অব মিউজিক এর পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিবৃন্দ ৫দিন ব্যাপী কর্মশালায় অংশ নেয়া শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ করেন। এছাড়াও কর্মশালার মিডিয়া পার্টনার অনলাইন সংবাদমাধ্যম রামুর খবর এর সম্পাদক সোয়েব সাঈদ, আরটিএন এর সম্পাদক খালেদ হোসেন টাপু এবং রামু খবর ২৪ এর বার্তা সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।