ইমাম খাইর, সিবিএন:
ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড় দিয়ে কক্সবাজার অঞ্চলের প্রথম ও একমাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এডমিশন ফেয়ার শুরু হয়েছে। সামার-২০২৪ সেমিস্টারের ভর্তি মেলা ২৫ সেপ্টেম্বর (বুধবার) কক্সবাজার শহরের কলাতলীস্থ বিশ্ববিদ্যালয়’র ক্যাম্পাসে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। বিশ্ববিদ্যালয়ের ভিসি (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. তৌহিদ হোসাইন চৌধুরী, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান (বোর্ড অব ট্রাস্টিজ) বিশিষ্ট শিক্ষানুরাগী লায়ন মোঃ মুজিবুর রহমান ভর্তিমেলা উদ্বোধন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য মাহবুবা সুলতানা শিউলি, ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ, বিশ্ববিদ্যালয়’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহকারী অধ্যাপক মুহাম্মদ হামিদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়েন সকল বিভাগীয় চেয়ারম্যান ও প্রধানসহ সকল বিভাগের শিক্ষক-কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দুই দিনের এই মেলা শেষ হবে ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।
এদিন বিকেল তিনটা থেকে রাত ৮ টা পর্যন্ত নামকরা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হবে কাওয়ালী সন্ধ্যা। উন্মুক্ত এই অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত।
উল্লেখ্য, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’তে সামার-২০২৪ এ অনার্স প্রোগ্রাম বিবিএ, এলএলবি, সিএসই, ইংরেজী, বিএইচটিএম, ইসলামিক স্টাডিজ, মাস্টার্স প্রোগ্রাম এমএ ইন ইংলিশ (এক বছর ও দুই বছর), এমবিএ (ফিন্যান্স এন্ড এইচআরএম), ইএমবিএ (ফিন্যান্স এন্ড এইচআরএম), আরএমবিএ ফিন্যান্স এন্ড এইচআরএম), এমএ ইন ইসলামিক স্টাডিজ। স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম ছাড়াও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সাইয়েন্স, ডিপ্লোমা ইন এইচটিএম, ডিপ্লোমা ইন কম্পিউটার সাইয়েন্স, সার্টিফিকেট কোর্স ইন ইংরেজী, সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার সাইয়েন্স প্রোগ্রামে ভর্তি চলছে।