বলরাম দাশ অনুপম:
দুর্গাপূজাকে কেন্দ্র করে কক্সবাজার জেলায় নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
তিনি বলেন, ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়েছে। দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য পুলিশ সচেষ্ট রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রোধেও কাজ করছে পুলিশ। পূজা কমিটির লোকজনকেও সর্তক থাকতে হবে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ প্রশাসন আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্যে রাখেন-অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি উদয় শংকর পাল মিঠু, সাধারণ সম্পাদক বেন্টু দাশ, শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ-২০২৪ এর আহবায়ক দুলাল কান্তি চক্রবর্তী, জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি রতন দাশ, স্বপন পাল নাজির, পৌর কাউন্সিলর রাজ বিহারী দাশ, শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিষদ-২০২৪ এর যুগ্ম আহবায়ক দোলন ধর, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক সাংবাদিক বলরাম দাশ অনুপম, পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জনি ধর, রামু উপজেলার সাধারণ সম্পাদক স্বদীপ শর্মা, ঈদগাঁও উপজেলার সাধারণ সম্পাদক জিকু দাশ সুব্রত, চকরিয়া উপজেলা সভাপতি তপন দাশ, পেকুয়া উপজেলা সভাপতি সুমন বিশ্বাস, কুতুবদিয়া উপজেলা সভাপতি অধ্যাপক সমির দাশ, মহেশখালী উপজেলা সভাপতি শান্তিলাল নন্দী, উখিয়া উপজেলা সভাপতি স্বপন শর্মা রনি ও টেকনাফ উপজেলা সাধারণ সম্পাদক ননী শীল।

সভায় বিভিন্ন থানার অফিসার ইনচার্জগন উপস্থিত ছিলেন।