মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার আসছেন।

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক মঙ্গলবার সকাল ৮ টা ৩৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সকাল ১০ টায় তিনি কক্সবাজারের বন্যা দুর্গত এলাকা পরিদর্শন, দুপুর ১২ টায় রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন এবং বিকেল ৪ টায় শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সকল কর্মকর্তা, ক্যাম্প ইনচার্জ, সহকারী ক্যাম্প ইনচার্জদের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন।

ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক কক্সবাজারে একদিনের সংক্ষিপ্ত সফর শেষে সন্ধ্যা ৬ টা ৫৫ মিনিটে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে উপদেষ্টার তথ্য ও গণসংযোগ কর্মকর্তা মোঃ এনায়েত হোসেন প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।