আজিজুর রহমান রাজু, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের রাবার ড্রামের পাশে শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে খালের পানিতে ভেসে থাকা এক যুবকের লাশ উদ্ধার করেছে ঈদগাঁও থানা পুলিশ। স্থানীয়রা প্রথমে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদনের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর তাজ জনি জানিয়েছেন, মৃত যুবকের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি চৌফলদন্ডী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাগর মনি পাড়ার বাদশাহ মিয়া (প্রকাশ বাদশাহ মাজি)। ধারণা করা হচ্ছে, পাহাড়ি ঢলে ভেসে এসে তার মৃত্যু হয়েছে, তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো অজানা।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বাদশাহ মিয়া মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন এবং দীর্ঘ চিকিৎসার পরও সুস্থ হননি। গতকাল তাকে রামুর জোয়ারিয়া নালায় একজন হুজুরের কাছে নিয়ে যাওয়ার পথে তিনি পালিয়ে যান। পরে খুঁজেও তাকে পাওয়া যায়নি, আর আজ তার মৃত্যুর সংবাদ পাওয়া গেল।