এইচ এম রুহুল কাদের, চকরিয়া:
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া হারবাং লাল ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও হানিফ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত এবং একই এলাকার মানিক নামের আরেক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার মুখী হানিফ পরিবহণ ও চট্টগ্রাম মুখী মোটরসাইকেলের সংঘর্ষের হয় ।
নিহত রফিকুল ইসলাম চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ২নং ওয়ার্ডের নুরুল হক( সাবেক মেম্বার) ছেলে বলে জানা গেছে। ঘাতক হানিফ বাসকে স্থানীয়রা ধাওয়া দিয়ে বরইতলী ইউনিয়নের পেকুয়া রাস্তার মাথায় আটক হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশের ওসি নাজমুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার পূর্বে ময়না তদন্তের জন্য চকরিয়া থানা হয়ে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।