সিবিএন ডেস্ক
কক্সবাজারের রামু ও উখিয়ার বন্যার্তদের মাঝে ১ হাজার ব্যাগ ত্রাণ দিল এবি ব্যাংক কক্সবাজার শাখা। সোমবার (১৬ সেপ্টেম্বর) উখিয়ার পালংখালী ও রামুর দক্ষিণ মিঠাছড়ির বন্যার্তদের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।
সোমবার সকালে এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কক্সবাজার শাখার ম্যানেজার মো. ফজলুল হকের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল রামুর দক্ষিণ মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় ৫০০ এতিম. দুস্থ বন্যার্তর মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় রামু উপজেলা বিএনপির সভাপতি মোকতার আহমদ, সাবেক ইউপি সদস্য আবছার কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অন্যদিকে একই দিন সকালে এবি ব্যাংকের কক্সবাজার শাখার অপারেশন ম্যানেজার আবু তাহের ও উখিয়া উপ শাখার ইনচার্জ আতাউর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের আরেকটি প্রতিনিধি দল উখিয়ার পালংখালী মাদ্রাসা মাঠে স্থানীয় ৫০০ এতিম. দুস্থ বন্যার্তর মাঝে ত্রাণ বিতরণ করেন।
এবি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও কক্সবাজার শাখার ম্যানেজার মো. ফজলুল হক জানান, প্রতিব্যাগে ৩ কেজি চাল ছাড়াও সয়াবিন তেল, মসুর ডাল, আলু, লবণ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ টেবলেট রয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।